সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নান্দাইলে জাল ভোট দেয়ার অভিযোগে একজনের কারাদণ্ড 

ময়মনসিংহ প্রতিনিধি

নান্দাইলে জাল ভোট দেয়ার অভিযোগে একজনের কারাদণ্ড 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাল ভোট দেয়ার চেষ্টায় মো. কাইয়ুম নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে সংক্ষিপ্ত বিচার আদালত। 

বুধবার (০৫ জুন) উপজেলার কানুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মো. কাইয়ুম উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। 

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এ আদালত পরিচালনা করেন। এ সময় জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে এই বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

সংশ্লিষ্ট আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত কাইয়ুম একবার ভোট দিয়ে আবারও জাল ভোট দেয়ার চেষ্টা করছিল। 

টিএইচ